ট্যুইটারকে ব্যক্তিগত স্তরে জনসংযোগ গড়ে তুলতে দারুণ কাজে লাগান সুষমা। সম্ভবত সেজন্যই সোস্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়ও। ২০১৭-য় এক ট্যুইটার ব্যবহারকারী সুষমাকে উদ্দেশ্য করে লেখেন, মঙ্গলে আটকে পড়েছি। মঙ্গলযানের মাধ্যমে ৯৮৭ দিন আগে খাবার এসেছিল। ফুরিয়ে আসছে। মঙ্গলযান-২ কবে পাঠানো হচ্ছে? ইসরো। সুষমা মজা করে ট্যুইট করেন, মঙ্গলে আটকা পড়লেও আপনাকে সাহায্য করবে ভারতীয় দূতাবাস। কেন নিজেকে ‘চৌকিদার’ বলেন ! সুষমাকে ট্যুইট, জবাব, ভারতের স্বার্থ, বিদেশে ভারতীয় নাগরিকদের চৌকিদারি করছি
Web Desk, ABP Ananda | 30 Mar 2019 03:31 PM (IST)
নয়াদিল্লি: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইটারে একজন সোজাসুজি প্রশ্ন করলেন, কেন নিজেকে চৌকিদার বলছেন। সরস জবাব দিলেন তিনিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ম্যায় ভি চৌকিদার’ (আমিও চৌকিদার) প্রচারের সূ্ত্রে ট্যুইটার প্রোফাইল বদলে দিয়ে নামের আগে ‘চৌকিদার’ শব্দটি জুড়েছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে বিজেপি নেতা, মন্ত্রীদের অনেকেও তা-ই করেছেন, যাঁদের মধ্যে সুষমাও আছেন। মিউনিখে এক ভারতীয়ের ছুরিকাহত হয়ে মৃত্যুর পরিপ্রেক্ষিতে সুষমার ট্যুইটের উত্তরে ওই ব্যক্তি লেখেন, ম্যাডাম, ভেবেছিলাম, আপনি তো দেশের বিদেশমন্ত্রী, যিনি বিজেপিতে সবচেয়ে অনুভবসম্পন্ন মানুষ। কেন নিজেকে চৌকিদার বলছেন। সুষমা জবাবে ট্যুইট করেন, ভারতের স্বার্থ, বিদেশে ভারতীয় নাগরিকদের হয়ে চৌকিদারি করছি, তাই।