পালানপুর: গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের পাকিস্তানের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বনষ্কাণ্ঠার সভা থেকে তাঁর অভিযোগ, আহমেদ পটেলকে গুজরাতের মুখ্যমন্ত্রী করতে মণিশঙ্কর আয়ারের বাড়িতে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী ও পাক হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ কয়েকজন কংগ্রেস নেতা। গুজরাতের নির্বাচনে নাক গলাচ্ছে পাকিস্তান। সে দেশের সেনাবাহিনীর প্রাক্তন ডিরেক্টর জেনারেল সর্দার আর্শাদ রফিক কংগ্রেস নেতা আহমেদ পটেলকে গুজরাতের মুখ্যমন্ত্রী করার আবেদন জানিয়েছেন। এর জবাব দিতে হবে কংগ্রেসকে।


মণিশঙ্কর সম্প্রতি মোদীকে 'নীচ' বলে মন্তব্য করেন। এরপর থেকেই তাঁকে আক্রমণ করে যাচ্ছে বিজেপি। আজ মোদী বলেছেন, 'গতকাল সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, মণিশঙ্কর আয়ারের বাড়িতে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ছিলেন পাকিস্তানের হাই কমিশনার, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী, ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রায় তিন ঘণ্টা ধরে হয় সেই বৈঠক। এই বৈঠকের পরের দিনই মণিশঙ্কর আয়ার বলেন, মোদী নীচ। এটা গুরুতর বিষয়। একদিকে পাকিস্তানের সেনাবাহিনীর প্রাক্তন ডিজি গুজরাতের নির্বাচনে নাক গলাচ্ছেন, অন্যদিকে পাকিস্তানের লোকজন মণিশঙ্কর আয়ারের বাড়িতে বৈঠক করছেন। সেই বৈঠকের পরেই গুজরাতের মানুষ, পিছিয়ে থাকা সম্প্রদায়, গরিব মানুষ ও মোদীকে অপমান করা হল। আপনাদের কি মনে হয় না এই ঘটনায় সন্দেহ দানা বাঁধছে? কংগ্রেস ঠিক কী করছে, দেশের মানুষকে সেটা জানানো উচিত।'