নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান গেলেন অথচ কূলভূষণ যাদবের বিষয়টি তুললেন না কেন? প্রশ্ন করল কংগ্রেস। আজ লোকসভায় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে এ কথা বললেন।


এদিন লোকসভায় কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা কূলভূষণ ইস্যুতে কোণঠাসা করে সরকারপক্ষকে। একই সঙ্গে তারা তোলে কাশ্মীরে অশান্তি প্রসঙ্গ। জবাব দিতে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, পাক এজেন্সিগুলি কূলভূষণকে অপহরণ করে, র গুপ্তচর হিসেবে তাঁকে দেখিয়ে তাঁর বিচার করে তারা। যেভাবে তাঁর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার কঠোর প্রতিবাদ করেছে কেন্দ্র, কক্ষকে তিনি আশ্বস্ত করতে চান, ন্যায় অবশ্যই করা হবে।

কিন্তু এ কথা শুনতে চাননি বিরোধীরা। মল্লিকার্জুন বলেন, যদি কূলভূষণকে বাঁচানো না যায়, তা সরকারের দুর্বলতা হিসেবে প্রমাণিত হবে। এই ইস্যুতে পাকিস্তান যে আন্তর্জাতিক নিয়ম মানেনি, তা তো পরিষ্কার। প্রধানমন্ত্রী যখন পাকিস্তানে যান, এই বিষয়টি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তোলেননি কেন?

এ বিষয়ে টুইট করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করে কূলভূষণকে মুক্ত করুক সরকার।







বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও এদিন সংসদে জানিয়ে দেন, মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে কূলভূষণ যাদবকে। তাঁর বিরুদ্ধে চরবৃত্তির কোনও প্রমাণ পাক সরকারের কাছে নেই। ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলে পাক সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

=