নয়াদিল্লি: ২৩ বছরের যে ছাত্রী ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গডম্যানের গোপনাঙ্গ কেটে নিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি পুলিশ। কারণ দেশের আইনই এ ধরনের ঘটনার অভিযুক্তদের রক্ষা করে।

ভারতীয় দণ্ডবিধির ১০০ নম্বর ধারায় বলা হয়েছে, সম্মান রক্ষায় কোনও মহিলা তাঁর ওপর হামলাকারীকে খুন করতে পারেন, আইন তাঁকে রক্ষা করবে, কারণ, সেটা তাঁর আত্মরক্ষার অধিকার।

অতএব যদি আক্রমণকারী যৌন নিগ্রহের উদ্দেশ্যে কোনও মহিলার ওপর হামলা চালায়, তখন নিজেকে বাঁচাতে যে কোনও পদক্ষেপ করতে পারেন তিনি।

আদালতে মহিলাকে শুধু বোঝাতে হবে, তাঁর ইচ্ছের বিরুদ্ধে তাঁর ওপর চড়াও হয়েছিল ওই ব্যক্তি।

খুন, অপহরণের ক্ষেত্রেওও এভাবেই আক্রান্তকে সুরক্ষা দিচ্ছে ভারতীয় দণ্ডবিধি।

কেরলের ঘটনায় মেয়েটিকে মুক্তি দিয়েছে আইন। কিন্তু অভিযুক্ত গডম্যানের বিরুদ্ধে ধর্ষণ ও প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টে অভিযোগ আনা হয়েছে।