নয়াদিল্লি:  নববর্ষের শুভেচ্ছা জানিয়ে টুইটারাইটদের তোপের মুখে ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার মহম্মদ শামি। তাঁর দোষ, তিনি নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় একটি শিবলিঙ্গের ছবি পোস্ট করেছেন। তারপরই নেটিজেনরা তাঁকে কড়া ভাষায় আক্রমণ করতে সামান্য সময়ও নষ্ট করেননি। তবে এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের জন্যে সমালোচিত হয়েছেন শামি।

প্রসঙ্গত, বর্ষবরণের রাতে একটি ফুল দিয়ে সাজানো শিবলিঙ্গের ছবি দিয়ে মহম্মদ শামি লেখেন, নতুন বছর প্রত্যেকের জন্যে বয়ে আনুক আনন্দ, খুশির জোয়ার। প্রত্যেকের হৃদয় যেন আনন্দে ভরে ওঠে। এই লেখার সঙ্গে একটি শিবলিঙ্গের ছবি পোস্ট করে টুইটও করেন। তারপরই ওঠে ঝড়।

বহু নেটিজেনদের মত, তিনি এমন একটি কাজ করেছেন, যেটা মুসলিম ধর্মে গ্রহণযোগ্য নয়। অনেকে আবার লেখেন তিনি একটি ঘৃণ্য কাজ করেছেন। তাঁকে আল্লাহর রোষের মুখে পড়তে হবে। অনেকে আবার এটা বলেন, প্রচার পাওয়ার জন্যে তিনি এই কাজটি করেছেন। দেখুন টুইটারাইটদের কয়েকটি প্রতিক্রিয়া











এর আগেও তোপের মুখে পড়তে হয়েছিল শামিকে। মেয়ের জন্মদিন পালনের ছবি, বা স্ত্রীর পশ্চিমী পোশাক পরা ছবি দিয়ে সমালোচিত হতে হয় শামিকে। অনেকেই বলেন, শামির স্ত্রী পশ্চিমী পোশাক পরে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গুরুতর অপরাধ করেছেন।

তবে শামি একা নন, দিন কয়েক আগেই ক্রিসমাস পালনের ছবি দিয়ে সমালোচিত হতে হয় মহম্মদ কাইফকে। ইরফান পাঠানকেও আক্রমণ করা হয়, কারণ তিনি তাঁর স্ত্রীর এক স্লিভলেস পোশাক পরা ছবি টুইটারে পোস্ট করেছিলেন।