লখনউ: ধর্ষণে অভিযুক্ত মন্ত্রী গায়ত্রী প্রজাপতি ইস্যুতে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে অস্বস্তিতে ফেলে দিলেন রাজ্যপাল রাম নায়েক। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও কেন প্রজাপতিকে মন্ত্রিসভায় রেখে দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা তলব করেছেন রাজ্যপাল।

অখিলেশকে লেখা এক চিঠিতে রাজ্যপাল বলেছেন, ‘ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর প্রজাপতির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, তিনি যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন তার জন্য বিমানবন্দরগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। এমনকী, তাঁর পাশপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরেও প্রজাপতি মন্ত্রিসভায় থেকে যাওয়ায় সাংবিধানিক নৈতিকতা এবং মর্যাদা নিয়ে প্রশ্ন উঠেছে।’

অখিলেশ নিজে প্রজাপতিকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরেও পালিয়ে বেড়াচ্ছেন প্রজাপতি। এখনও তাঁর নাগাল পায়নি পুলিশ। অথচ দিব্যি মন্ত্রিসভায় রয়ে গিয়েছেন প্রজাপতি। এ বিষয়েই অখিলেশের জবাব তলব করলেন রাজ্যপাল।

অন্যদিকে, বিজেপি-ও প্রজাপতিকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবিতে সরব হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি প্রধান কেশব প্রসাদ মৌর্য অখিলেশের উদ্দেশে বলেছেন, প্রিয় মন্ত্রীকে যদি গ্রেফতার না করতে পারেন, অন্তত মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন।

গতকাল বারাণসীর জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট ‘গায়ত্রী প্রজাপতি মন্ত্র’ আওড়াচ্ছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি ধর্ষণে অভিযুক্ত মন্ত্রীকে গ্রেফতার করার ব্যবস্থা করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মোদী। তাঁর সুরেই এবার এই ইস্যুতে অখিলেশকে আক্রমণ করলেন মৌর্য।