'বন্দেমাতরম' মানে মাকে স্যালুট করা, গাইলে আপত্তির কী আছে? বেঙ্কাইয়া
Web Desk, ABP Ananda | 23 Dec 2017 03:48 PM (IST)
শিরডি (মহারাষ্ট্র): 'বন্দেমাতরম' মানে মাতৃবন্দনা, সুতরাং কেউ 'বন্দেমাতরম' গাইলে অন্য কারও আপত্তি তোলার কী আছে? বললেন বেঙ্কাইয়া নাইডু। আহমেদনগরে আজ এক অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, মা তো ফটো নয়, আমাদের মাতৃভূমি। বন্দেমাতরম মানে মা-কে স্যালুট করা। কেন তাতে কেউ আপত্তি করবেন। জাতপাত, গোষ্ঠী, ধর্ম নির্বিশেষে আমরা এক দেশ, এক জনগণ, এক রাষ্ট্র। ভারত ও বিদেশে সাইবাবা মন্দিরের ট্রাস্টি ও প্রতিনিধিদের নিয়ে শিরডির সাঁইবাবা সংস্থান আয়োজিত সম্মেলনের সূচনা করে এ কথা বলেন বেঙ্কাইয়া। সাইবাবা হিন্দু না মুসলিম, এই প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন তিনি। বলেন, উনি ছিলেন গোটা দুনিয়ার সবার শিক্ষক, যিনি হিন্দুধর্ম ও সুফি মতবাদের মৌলিক নীতিগুলির সংমিশ্রণ ঘটিয়েছিলেন। সাইবাবার মানবসেবা ও অন্য সবার সঙ্গে মিলেমিশে থাকার শিক্ষা যদি সকলে মেনে চলেন, সেটাই হবে তাঁর প্রতি আসল শ্রদ্ধাজ্ঞাপন। বেঙ্কাইয়ার মন্তব্য, মানবসেবাই ঈশ্বরসেবা। সাইবাবা এই সংস্কৃতির মূর্ত রূপ। প্রসঙ্গত, গত অক্টোবরে শিরডিতে তৈরি নতুন বিমানবন্দরের সূচনা করে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।