আরেকটি ট্যুইটে প্রাক্তন বলিউড অভিনেতা বলেছেন, পদ্মাবতী নিয়ে যখন প্রবল বিতর্ক চলছে, সেসময় লোকে জানতে চাইছে, প্রবাদপ্রতিম অমিতাভ বচ্চন, আমির খান ও বিপুল জনপ্রিয় শাহরুখ খানরা কিছু বলছেন না কেন।
প্রসঙ্গত, পদ্মাবতী-র পরিচালক সঞ্জয় লীলা বনশালির দেবদাস-এ অভিনয় করেছিলেন শাহরুখ, অমিতাভ তাঁর সঙ্গে কাজ করেছিলেন ব্ল্যাক-এ।
পদ্মাবতী নিয়ে তাঁর নিজের মত সম্পর্কে শত্রুঘ্ন জানান, বিরাট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এস এল বনশালি কিছু বলার পরই তিনি এ নিয়ে কথা বলবেন। তিনি বলেন, আমায় কিছু বলা হলেই আমি বলি। আমি চলচ্চিত্র নির্মাতার দিকটা খতিয়ে দেখে, পাশাপাশি বিরাট সাহসী রাজপুতদের ভাবাবেগ, শক্তি, আনুগত্যকে সম্মান দেখিয়েই যা বলার বলব।
প্রসঙ্গত, রানি পদ্মাবতীর চরিত্রকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলে বনশালির তৈরি ছবিটির বিরুদ্ধে প্রবল অসন্তোষে ফুঁসছে রাজপুতরা। বনশালি ইতিহাস বিকৃত করেছেন বলে দাবি বিভিন্ন রাজপুত গোষ্ঠীর। তাঁকে ও ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে খুনের হুমকি দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর ছবিটির পূর্বনির্ধারিত মুক্তিও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে হামলার আশঙ্কায়।