শ্রীনগর: অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টিতে (আপ) সত্যিই যোগ দিচ্ছেন দ্য গ্রেট খলি কি না – তাই নিয়ে গত এক সপ্তাহ ধরে জোর জল্পনা জাতীয় রাজনীতিতে।
যদিও, তারকা এই কুস্তিগীর সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর মনে এমন কোনও পরিকল্পনাই নেই!
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। আম আদমি পার্টিতে যোগ দেন সজ্জন সিংহ চিমা। সেই যোগদানের অনুষ্ঠানে সজ্জনের পাশে দেখা গিয়েছিল পুরনো বন্ধু খলিকে।এরপরই, রাজধানীতে জোর জল্পনা শুরু হয়ে যায়, খলিও না কি আপ-এ যোগ দিতে চলেছেন।
এই প্রসঙ্গে আসন্ন পঞ্জাব নির্বাচনে খলি আপ প্রার্থী হয়ে ভোটের ময়দানে অবতীর্ণ হবেন কি না প্রশ্ন করা হলে, তিনি সাফ জানিয়ে দেন, এমন কোনও ভাবনাই তাঁর আপাতত নেই। দ্য গ্রেট খলি বলেন, ভারতে ফ্রিস্টাইল কুস্তির প্রচারে আমি এতটাই ব্যস্ত, যে রাজনৈতিক বিশ্লেষণ করার কোনও সময়ই নেই।
সজ্জনের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভাইরাল হয়ে যায়। জোর জল্পনা শুরু হয় যে, ১১৩-সদস্য বিশিষ্ট বিধানসভায় দলের ধার ও ভার বৃদ্ধি করতেই খলিকে নিয়ে এসেছে আপ-নেতৃত্ব। ইতিমধ্যেই বহু ছোট ও বড় পর্দার তারকারা আপ-এ যোগ দিয়েছে। ফলে, সকলের মনে করেছিলেন, সেই তালিকায় নবতম সংযোজন হতে চলেছেন দ্য গ্রেট খলি।
যদিও, ২০০৭ সালের ডব্লুডব্লুই-নির্বাচিত ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের মতে, তিনি সব রাজনৈতিক দল থেকেই সমান দূরত্ব বজায় রাখছেন। তাঁর সাফ কথা, আপাতত আমার রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই নেই।
প্রসঙ্গত, ২০১৪ লোকসভা নির্বাচনে পঞ্জাবে চারটি আসন দখল করেছিল আম আদমি পার্টি। সেই ধারা আসন্ন বিধানসভা নির্বাচনেও অব্যাহত রাখতে চাইছে কেজরীবালের দল।
কেজরীবালের দলে দ্য গ্রেট খলি? জল্পনা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Aug 2016 11:01 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -