নয়াদিল্লি: দিন দুয়েক আগেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে টুইটারে ‘প্রিয়’ বলে সম্বোধন করেন বিহারের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী। তিনি সঙ্গে সঙ্গেই তাঁর প্রতিবাদ করেন। তার প্রেক্ষিতে, তাঁকে টুইটারে বিভিন্নধরনের আক্রমণত্মাক টুইটেরও যেমন সম্মুখীন হতে হয়েছে, তেমনই তাঁর সমর্থনেও কথা বলেছেন অনেকে। তিনি এভাবে ‘প্রিয়’ সম্বোধনকে কখনওই সমর্থন করেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন।

 

তাঁর সমালোচকদের এক কড়া জবাব দিয়ে তিনি একটি ফেসবুক পোস্ট লেখেন, যা পোস্ট হওয়ার ১৮ ঘন্টার মধ্যে প্রায় সাড়ে তিন হাজারের বেশি লোক শেয়ার করে নিয়েছেন।

 

মহিলাদের ক্ষমতায়ন এবং এখনও কী চোখে মহিলাদের দেখা হয় এদেশে, সেপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে স্মৃতি ইরানি বলেন, সাধারণ মধ্যবিত্ত পরিবার, বা যে কোনও উচ্চপদস্থ চাকরি বা রাজনীতি, সব জায়গাই মহিলাদের পরামর্শ দেওয়া হয়, যে কোনও সমালোচনার জবাব না দিয়ে অগ্রাহ্য করতে।

 

এখানেই থামেননি মানবসম্পদ উন্নয়নমন্ত্রী, তিনি বলেন, একজন মহিলাকে যদি কোনও পুরুষ অসম্মান করেন তাহলে, তাঁকে বলা হয় উত্তর দিলে ক্ষতি তোমার। সেই পুরুষের কিছু হবে না।

 

তিনি নিজের ব্যক্তি জীবনে কতটা লড়াই করেছেন, সেকথাও উল্লেখ করতে ভোলেননি। টিভি তারকা হিসেবে বা রাজনীতির ময়দানে তিনি সফল হলেও, তাঁকে সমালোচকদের থেকে অশিক্ষিতের আখ্যাও পেতে হয়েছে। তিনি বলেন, এখনও ভারতে মহিলাদের যথেষ্ট লড়াই করেই নিজেদের জায়গা ছিনিয়ে নিতে হয়।