নয়াদিল্লি: ২০১৫-র ২ সেপ্টেম্বর পৃথিবীটা থমকে গিয়েছিল তাঁর কাছে। জঙ্গিদের সঙ্গে অপারেশন রক্ষক এনকাউন্টার চলাকালীন শহিদ হন তাঁর সেনাকর্মী স্বামী। সদ্য বিধবা তরুণী ডিপ্রেশনে চলে যান। সেই অবস্থা থেকে এখন ঘুরে দাঁড়িয়েছেন সঙ্গীতা। নিজের নিরাপদ ব্যাঙ্কের চাকরি ছেড়ে সেনায় যোগ দিয়েছেন তিনি, স্বামীকে অনুসরণ করে।
দেরাদুনের বাসিন্দা সঙ্গীতা মালের স্বামী শিশির মাল ৩২ রাষ্ট্রীয় রাইফেলসের রাইফেলম্যান ছিলেন। কাশ্মীরের বারামুলায় জঙ্গি বিরোধী লড়াইয়ে শহিদ হন শিশির। মৃত্যুর আগে খতম করে যান ১ জঙ্গিকে, তাঁর গুলিতে আহত হয় আর এক জঙ্গি। স্বামীর মৃত্যুর খবরে ডিপ্রেশনে চলে যান সঙ্গীতা। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর পরিবার ও শ্বশুরশাশুড়ির সাহায্যে ধীরে ধীরে সেরে ওঠেন তিনি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন, চাকরিও পেয়ে যান ব্যাঙ্কে।
সে সময় সেনার রানিক্ষেতের সেন্ট্রাল কম্যান্ডের অনুষ্ঠানে আসার জন্য তাঁর কাছে ফোন আসে। সেখানে গেলে স্বামীর প্রাক্তন সহকর্মী ও বন্ধুরা তাঁকে উৎসাহিত করেন সেনায় যোগ দিতে। সৈনিক পরিবারের বধূ সঙ্গীতা আগ্রহী হয়ে পড়েন। দিল্লির বীর নারী কমিটির সঙ্গে যোগাযোগ করেন, শুরু হয় অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির পরীক্ষা উতরানোর চেষ্টা।
অবশেষে স্বামীর মৃত্যুর ৩ বছর পর সঙ্গীতা পাস করেন শর্ট সার্ভিস কমিশনের পরীক্ষায়। এবার তিনি যোগ দেবেন চেন্নাইতে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। প্রশিক্ষণ শেষ হলে সেনাকর্মী পরিবারের এই বধূই হবেন তাঁর পরিবারের প্রথম লেফটেন্যান্ট।
সৈনিক স্বামী শহিদ হয়েছিলেন, বিধবা স্ত্রী ব্যাঙ্কের চাকরি ছেড়ে যোগ দিলেন সেনায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2018 09:34 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -