বৃন্দাবন: দীর্ঘদিনের রীতি ভেঙে বৃন্দাবনে প্রায় ৭০০ বিধবা বৃহস্পতিবার গোপীনাথ মন্দিরের ভেতর ঢুকে দীপাবলী পালন করলেন। বিধবাদেরও যে তাঁদের জীবনে আলো জ্বালার অধিকার আছে, সেই দাবি নিয়ে প্রথম আওয়াজ তোলেন সুলভ বিপ্লবের নেতা ও সমাজকর্মী বিনদেশ্বর পাঠক। বৃহস্পতিবারের অভিনব এই উত্সবে বৃন্দাবনের ছটি আশ্রম থেকে বিধবরা আসেন উত্সবে যোগ দিতে।


প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ভারতে বিধবাদের কোনও আচার-অনুষ্ঠান, উত্সব পালনে যোগ দিতে দেওয়া হয় না। সেই রীতি ভেঙে বৃহস্পতিবার গোপীনাথ মন্দিরে দীপাবলী পালনে মেতে ওঠেন বৃন্দাবনের বিধবারা। তাঁদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন বারাণসী থেকে আসা বিধবারাও।

তবে আগেও বিধবারা দীপাবলী পালন করেছেন, তবে এই প্রথমবার কোনও মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতর উত্সব পালন শুরু হয় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে। তারপর বিধবারা ফুলঝুরি এবং অন্য বাজি পুড়িয়ে মাতেন দীপাবলী উত্সবে।