স্ত্রী সম্পত্তি নয়, তাঁকে তাঁর সঙ্গে থাকতে বাধ্য করতে পারেন না স্বামী, রায় সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda | 08 Apr 2018 01:19 PM (IST)
নয়াদিল্লি: স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুর আচরণের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছেন স্ত্রী, আদালতে বলেছেন, এমন লোকের সঙ্গে থাকতে চান না। কিন্তু স্বামীর বক্তব্য, তিনি স্ত্রীর সঙ্গে থাকতে চান। দু তরফের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, স্ত্রী তাঁর 'অস্থাবর সম্পত্তি', 'বস্তু' নয়, তাঁকে তাঁর সঙ্গে থাকতে বাধ্য করতে পারেন না স্বামী। বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ ওই মহিলার স্বামীর উদ্দেশ্যে বলেছে, উনি অস্থাবর সম্পত্তি নন। আপনি ওঁকে জোর করতে পারেন না। উনি আপনার সঙ্গে থাকতে চান না। তাহলে আপনি কী করে বলছেন, ওনার সঙ্গে থাকবেন! স্ত্রীর স্পষ্ট অবস্থানের পরিপ্রেক্ষিতে বেঞ্চ ওই ব্যক্তিকে তাঁর সঙ্গে থাকার বাসনা ও সিদ্ধান্তের ব্যাপারে 'ফের ভেবে দেখা'র পরামর্শ দেয়। ওই ব্যক্তির আইনজীবীকে বেঞ্চ বলে, উনি এমন অযৌক্তিক কী করে হলেন? উনি স্ত্রীকে নিজের সম্পত্তি বলে ভাবছেন। কিন্তু স্ত্রী তো বস্তু নয়। ওই ব্যক্তির আইনজীবী জানান, তিনি মক্কেলকে এ ব্যাপারে বোঝাবেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৮ আগস্ট। মহিলার আইনজীবী বেঞ্চকে জানান, স্বামীর নিষ্ঠুরতার কারণে ডিভোর্স চান তাঁর মক্কেল। তিনি বলেন, আমরা ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ (বিবাহিত মহিলার প্রতি নিষ্ঠুরতা) ধারায় মামলা তুলে নিতে প্রস্তুত। কোনও খোরপোশও চাই না। উনি স্বামীর সঙ্গে থাকতে চান না। দুজনেই যেহেতু শিক্ষিত, তাই মামলার পথে হেঁটে নিজেদের সমস্যা না বাড়িয়ে দাম্পত্য বিবাদ মিটিয়ে নিতেই হয়তো আগ্রহী হবেন তাঁরা, এই অভিমত জানিয়ে এর আগে মধ্যস্থতার পথে ওই দম্পতির মধ্যে পারস্পরিক সমঝোতার কথা বলেছিল আদালত। দুজনকেই নিজেদের মঙ্গলের কথা ভেবে মধ্যস্থতা প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার পরামর্শ দিয়েছিল বেঞ্চ। কিন্তু পরে বেঞ্চকে জানানো হয়, মধ্যস্থতায় দুজনের বিরোধ দূর হয়নি।