চণ্ডীগড়: প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুর স্ত্রীকে রাজ্যের ওয়্যারহাউসিং কর্পোরেশনের চেয়ারপার্সন এবং ছেলেকে একই সংস্থার ল অফিসার পদে নিয়োগ করা নিয়ে বিতর্ক। গত মাসেই নভজ্যোত কউর সিধুকে পঞ্জাব ওয়্যারহাউসিং কর্পোরেশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করা হয়। বৃহস্পতিবার ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সরকার জানায়, যে ২৮ জন ল অফিসার নিয়োগ করা হচ্ছে, তাঁদের মধ্যে সিধুর ছেলে কর্ণেরও নাম আছে। তিনি অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন। শাহকোট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে এই বিষয়টি নিয়ে সিধু ও পঞ্জাব সরকারকে আক্রমণ করেছে শিরোমণি অকালি দল।
সিধু অবশ্য জানিয়েছেন, তাঁর স্ত্রী ও ছেলে সংশ্লিষ্ট পদে যোগ দেবেন না। কর্ণের বিষয়ে তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আইন বিষয়ে পড়াশোনা করার পর সেখানেই ও দেড় বছর ধরে প্র্যাকটিস করছে। ফলে পঞ্জাবের সরকারি পদে ও যোগ দেবে না। আমার স্ত্রীও দু’দিন আগে জানিয়েছে, ও এই পদে যোগ দেবে না। আমি বলেছি কোনও আপত্তি নেই। ফলে আমার স্ত্রী ও ছেলে সরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে না। এটা ওদের নিজেদের সিদ্ধান্ত। তবে ওদের সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করে সম্মান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।’
পঞ্জাবের সরকারি দফতরে স্ত্রী-ছেলেকে নিয়োগ নিয়ে বিতর্ক, যোগ দেবেন না, জানালেন সিধু
Web Desk, ABP Ananda
Updated at:
26 May 2018 08:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -