নয়াদিল্লি: খুব শীঘ্রই দেশের ৪০০টি রেলস্টেশন চলে আসবে ওয়াইফাই জোনের আওতায়। আগামীবছরের মধ্যেই শেষ হয়ে যাবে এই কাজ। ওয়াইফাইয়ের স্পিডও খুব দ্রুত হবে। এমনটাই জানালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থা গুগল্-এর সঙ্গে যৌথ উদ্যোগে দেশের ৪০০ টি স্টেশনে ওয়াইফাই চালু করার কাজ শুরু করা হয়েছে। মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে এই কাজ শুরু হয়েছিল। বিশাখাপত্তনম, ভূবনেশ্বরে ইতিমধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলছে বাকিগুলোর কাজ। আগামী বছরের মধ্যেই তা শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন প্রভু।