নয়াদিল্লি: মারণ অনলাইন গেম ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’-এর লিঙ্ক সরানোর সরকারি নির্দেশ অমান্য করলে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র। এমনটাই হুঁশিয়ারি দিলেন রবিশঙ্কর প্রসাদ।


এদিন কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ব্লু হোয়েল গেমের জন্য মানুষ আত্মহত্যা করছে। আমরা একাধিক অভিযোগ পেয়েছি। এমনকী, বিভিন্ন দফতরের তরফেও উদ্বেগপ্রকাশ করা হয়েছে।


তিনি যোগ করেন, সবকটি প্রযুক্তি-নির্ভর (সোশ্যাল মিডিয়া) প্ল্যাটফর্মকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন অবিলম্বে এই গেমের যাবতীয় লিঙ্ককে সরিয়ে দেয়। কারণ, ভারতীয় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এমন কোনও উদ্যোগকে অনুমতি দেওয়া হবে না, যা কিশোরদের আত্মহত্যা করতে প্ররোচনা দেয়।


প্রসঙ্গত, গত ১১ তারিখ এক নির্দেশিকা জারি করে ব্লু হোয়েল গেমের লিঙ্ক ইন্টানরেট থেকে সরিয়ে নিতে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও ইয়াহু সহ প্রধান অনলাইন সংস্থাকে নির্দেশ দেয় কেন্দ্র। এদিন রবিশঙ্কর প্রসাদ জানান, কেন্দ্রের নির্দেশিকা মান্য করতে তিনি সকল সোশ্যাল মিডিয়া সাইটকে আহ্বান করছেন। কারণ, এর অন্যথা হলে তার ফল গুরুতর হবে।


ইন্টারনেটে এই গেমের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেন, এটা স্পষ্ট যে এই গেমের পরিচালকরা সাধারণত অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিশোরদের আকৃষ্ট করে থাকে। অচিরে এই গেমের খপ্পরে পড়ে কিশোররা আত্মহত্যা সহ বিভিন্ন ধরনের চরম পদক্ষেপ নেওয়ার পথে পা বাড়ায়।