নয়াদিল্লি: পটনার আদালতে একটি মামলার ব্যাপারে শনিবার হাজিরা দেওয়ার আগে ট্যুইটে বিজেপি-আরএসএসকে নিশানা রাহুল গাঁধীর। দিনকয়েক আগে মুম্বইয়ে তাঁর ও সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে জনৈক আরএসএস কর্মীর দায়ের করা মানহানি মামলায় দুজনেই মাজগাঁও-সিউরি মেট্রপলিট্যান ম্যাজিস্ট্রেটের আদালতে দাঁড়িয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। রাহুল, ইয়েচুরি দুজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। আদালত তাঁদের, অভিযোগকারী ও অন্যদের বক্তব্য রেকর্ড করবে। রাহুল ট্যুইট করেছেন, বিজেপি ও আরএসএসে আমার রাজনৈতিক বিরোধীরা আমায় হেনস্থা করতে, ভয় দেখাতে আমার বিরুদ্ধে যে আরও একট মামলা করেছে, সে ব্যাপারে পটনার দায়রা আদালতে আজ বেলা ২টোয় সশরীরে উপস্থিত হব। কয়েকদিন আগেই সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে কংগ্রেস সভাপতি পদ ছেড়েছেন রাহুল।