সম্প্রতি আদালতে একটি মামলা দায়ের করা হয়। যেখানে বলা হয় যে বর্তমানে বাজার চলতি ৫০ ও ২০ টাকার নোট চিহ্নিত করতে সমস্যা হচ্ছে দৃষ্টিহীন মানুষের। আজ এই মামলার শুনানিতে সরকার পক্ষের বক্তব্য শোনা হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইনজীবী সঞ্জয় জৈন বলেন, কিছুদিনের মধ্যেই বাজার থেকে ১০ টাকার নোট তুলে নিয়ে কয়েন ছাড়া হবে। ২০ ও ৫০ টাকার নোটের যে আকার, তাতে দৃষ্টিহীনরা সহজেই নোটগুলিকে আলাদা করে বুঝতে পারবেন।
এর আগে নয়া নোট নিয়ে শুনানির সময় বলা হয়, অতীতে বাজারে কোনও নতুন নোট ছাড়া হলে, দৃষ্টিশক্তিহীন মানুষের যাতে চিনতে অসুবিধা না হয়, সেকথা মাথায় রাখা হত। কিন্তু এবার ২০ ও ৫০ টাকার নোট বাজারে আনার সময় সেকথা ভাবা হয়নি। তাই এই বিশেষ প্রতিবন্ধকতা থাকা মানুষদের সমস্যা হচ্ছে।
আজ কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে আদালতে জানানো হয়, নতুন ২০ ও ৫০ টাকার নোটে ইন্টাজিলো মার্কিং নেই। তবে ১০০ বা তার বেশি টাকার নয়া নোটে এওই মার্কিং আছে। বাজারে ১, ২, ৫ ও ১০ টাকার নতুন কয়েন ছাড়া হবে এবং সেগুলিকে যাতে পরস্পরের চেয়ে আলাদা করে চেনা যায়, সেটা নিশ্চিত করার জন্য আকার আলাদা করা হবে। এ বিষয়ে কেন্দ্রকে হলফনামা দিতে বলেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৭ মার্চ।