ইয়াভতমল: পাকিস্তান সীমান্ত পেরিয়ে গুলিচালনা, সন্ত্রাসবাদে মদত অব্যাহত রাখলে সরকার গত মাসে ঘোষিত রমজানের সময় জম্মু ও কাশ্মীরে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির।
তিনি বলেছেন, রমজানের পরিপ্রেক্ষিতে সন্ত্রাস দমন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ, পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনে বিরাম দেখা যাচ্ছে না। আমরা সংঘর্ষবিরতির বোঝাপড়া তুলে নিতে বাধ্য হব।

পাকিস্তান বিনা প্ররোচনায় গুলিচালনা শুরু করলে ভারতের পাল্টা আঘাত করার অধিকার যুদ্ধবিরতির ধারাতেই দেওয়া রয়েছে বলে সওয়াল করেন তিনি। আহির এও বলেন, ভারত এখনও প্রথমে আঘাত না করার নীতিতে অটল রয়েছে।

গত ১৬ মে কেন্দ্র পবিত্র রমজান মাসে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীকে 'সামরিক অভিযান শুরু না করা'র নীতি মেনে চলার নির্দেশ দেয়। যদিও সাধারণ মানুষের জীবনরক্ষায় বা আক্রান্ত হলে সন্ত্রাসবাদীদের পাল্টা জবাব দেওয়ার অধিকার নিরাপত্তাবাহিনীর থাকবে বলেও জানানো হয়।

নরেন্দ্র মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে বেশ কিছু নতুন ভাল স্কিম হাতে নেওয়া হয়েছে বলে দাবি করেন আহির। বলেন, ২০১৬-১৭য় ৬০.০৮ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে, যা রেকর্ড। এনডিএ শাসনে অর্জিত আর্থিক বৃদ্ধি, উন্নয়নের জন্যই এটা সম্ভব হয়েছে।
মোদী সরকার মাওবাদী হিংসা প্রশমনে সফল বলেও দাবি করেন আহির।