হায়দরাবাদ: উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মতোই তেলঙ্গানাতেও পদ্মাবতী ছবিটি নিষিদ্ধ করার দাবি জানালেন বিজেপি বিধায়ক টি রাজা সিংহ লোধ। তাঁর হুমকি, কোনওভাবেই তেলঙ্গানায় ছবিটি দেখাতে দেওয়া হবে না। যদি ছবিটির বিষয়বস্তু বদল না করা হয়, তাহলে যে সিনেমা হলগুলিতে ছবিটি দেখানো হবে, সেই হলগুলি পুড়িয়ে দেওয়া হবে।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চিঠি দিয়েছেন গোশামহলের বিধায়ক। চিঠিতে তিনি লিখেছেন, ‘রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিহাস বিকৃত করা হলে তাঁদের রাজ্যে পদ্মাবতী ছবিটির মুক্তি নিষিদ্ধ করা হবে। আমি তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকেও একই বিবৃতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তেলঙ্গানার মুখ্যমন্ত্রীরও ছবিটিকে নিষিদ্ধ করা উচিত।’
পদ্মাবতীর পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ করে বিজেপি বিধায়ক বলেছেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি, পদ্মাবতী গোটা হিন্দু সমাজের রানি। কয়েকটি বিতর্কিত বিষয় না সরানো পর্যন্ত ছবিটির মুক্তি আটকে দেওয়া আমার দায়িত্ব।’
লোধের দাবি, তাঁরা মঙ্গলবার পদ্মাবতী নিষিদ্ধ করার দাবিতে রাজ্য সরকারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য বেগম বাজার থেকে হায়দরাবাদের কালেক্টরেটের দফতর পর্যন্ত মিছিল করছিলেন। সেই মিছিলে যোগ দেওয়া বহু মানুষকে সতর্কতামূলকভাবে হেফাজতে নিয়েছে পুলিশ।
তেলঙ্গানায় পদ্মাবতী দেখানো হলে সিনেমা হল পোড়ানো হবে, মুখ্যমন্ত্রীকে হুমকি বিজেপি বিধায়কের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2017 05:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -