শ্রীনগর: এবার জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের হুমকির মুখে পড়লেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা। এক অডিও বার্তায় হিজবুল নেতা জাকির মুসার হুঁশিয়ারি, ‘আমি ভণ্ড হুরিয়ত নেতাদের সতর্ক করে দিচ্ছি। ইসলামের জন্য আমাদের লড়াইয়ে যেন তাঁরা বাধা না দেন। যদি তাঁরা সেটা করেন, তাহলে মাথা কেটে লাল চকে ঝুলিয়ে দেব।’
হিজবুলের দাবি, কাশ্মীরে শরিয়ত প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। হুরিয়ত নেতাদের জেনে রাখা উচিত, এটা কোনওভাবেই রাজনৈতিক লড়াই নয়।
পাঁচ মিনিটের এই অডিও বার্তায় হুরিয়ত নেতাদের আক্রমণ করার পাশাপাশি কাশ্মীরের মানুষের সমর্থনও চেয়েছে হিজবুল। জাকিরের প্রশ্ন, হুরিয়ত যদি ইসলামের জন্য না লড়াই করে, তাহলে কেন রাজনীতির স্বার্থে কেন মসজিদকে ব্যবহার করছে?
গত বছর থেকেই হুরিয়ত কনফারেন্সের সঙ্গে হিজবুলের ঠান্ডা লড়াই চলছিল। সম্প্রতি তাদের তিক্ততা বেড়েছে। গত সপ্তাহেই বিবৃতি দিয়ে মহিলাদের বিক্ষোভে সামিল না হওয়ার বার্তা দেয় হিজবুল। এই জঙ্গিগোষ্ঠীই সেনাবাহিনীর অফিসার উমর ফয়াজকে হত্যা করেছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। এবার সরাসরি হুরিয়ত নেতাদের হত্যার হুমকি দিল হিজবুল।
মাথা কেটে লাল চকে ঝুলিয়ে দেব, হুরিয়ত নেতাদের হুমকি হিজবুল মুজাহিদিনের
Web Desk, ABP Ananda
Updated at:
12 May 2017 09:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -