হায়দরাবাদ: ‘বিপুল সংখ্যাগরিষ্ঠতা’ নিয়ে তেলঙ্গানায় তাঁর দলের ক্ষমতা ধরে রাখার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে জানালেন তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) সভাপতি কে চন্দ্রশেখর রাও। টিআরএসের পক্ষে ভোটারদের মধ্যে খুবই ইতিবাচক মুড তিনি দেখছেন বলে জানিয়েছেন কেসিআর।
আজ নিজের গ্রাম চিন্তামাডাকায় ভোট দেন তিনি। টি আর এস একাই ভোটে লড়ছে এবার। তাদের প্রধান লড়াই জনমোর্চার সঙ্গে, যাতে সামিল হয়েছে কংগ্রেস, টিডিপি, সিপিআই ও তেলঙ্গানা জন সমিতি। বিজেপিও রাজ্যে এককভাবে লড়ছে। ১১ ডিসেম্বর ভোটগণনা।
তেলঙ্গানায় আদতে বিধানসভা ভোট হওয়ার কথা ছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনের সঙ্গে। তবে টিআরএস সরকারের সুপারিশক্রমে সাত মাস আগে সেপ্টেম্বরে বিধানসভা ভেঙে দেওয়া হয়।