চন্দাউলি: উত্তরপ্রদেশ সরকার দুর্নীতি বরদাস্ত করবে না। কোনও আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আজ এই হুঁশিয়ারিই দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, ‘আমাদের সরকার দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা পরিচালনা করছে। সাধারণ মানুষকে বলা হয়েছে, কোনও সরকারি আধিকারিক ঘুষ চাইলে গোটা ঘটনাটা রেকর্ড করুন। দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের জেলে পাঠানো হবে এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।’
উন্নয়ন ও দুর্নীতি নিয়ে সমাজবাদী পার্টিকে আক্রমণ করে আদিত্যনাথ বলেছেন, ‘সপা সরকারের আমলে বাস্তবে কোনও উন্নয়ন হয়নি। যা হয়েছে সবটাই খাতায়-কলমে। বর্তমানে বিজেপি সরকার সত্যিই মানুষের জন্য কাজ করছে। বহু বছর ধরে যে প্রকল্পগুলির কাজ বন্ধ ছিল, সেগুলি ক্ষমতায় আসার মাত্র ৬ মাসের মধ্যেই সম্পূর্ণ করা হয়েছে।’
চন্দাউলিতে রেলের লেভেল ক্রসিংয়ে উড়ালপুল, চাহনিয়া-ধনাপুর-মাহুজি সড়ক ও বাবুরি-ধরাউলি সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন আদিত্যনাথ। তিনি একটি নতুন সরকারি স্কুল তৈরির কথাও ঘোষণা করেছেন।
দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, হুঁশিয়ারি আদিত্যনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2017 07:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -