নয়াদিল্লি: গত কয়েক মাসে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনার বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে টেলিফোনে আজ কথা বলেন ভারত, পাক সেনা কমান্ডাররা।

পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-মেজর জেনারেল সাহির সামশাদ মির্জাকে টেলিফোনে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনার বিনা প্ররোচনায় গুলিচালনার কড়া প্রতিবাদ জানান ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল এ কে ভাট।

ভারতীয় সেনার তরফে এ ব্যাপারে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ডিজিএমও শান্তি, সুস্থিতি বহাল রাখার ব্যাপারে তাঁর দায়বদ্ধতা জানিয়েছেন।

তবে নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি শান্ত, স্থিতিশীল থাকা নির্ভর করছে পাক সেনার মনোভাব, পদক্ষেপের ওপর। পাক সেনা অনুপ্রবেশকারীদের মদত, নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলিবর্ষণ চালিয়ে গেলে যথাযথ পাল্টা পদক্ষেপ করবে ভারতীয় সেনাও।

লেফটেন্যান্ট জেনারেল ভাট আলোচনায় পাক সেনার দিক থেকে উত্তেজনায় ইন্ধন দেওয়ার ঘটনাগুলির কথা গুরুত্ব সহকারে উল্লেখ করেন।

সেইসঙ্গে পাক ডিজিএমও তাদের ভূখণ্ডে নিরস্ত্র মানুষের প্রাণহানির প্রসঙ্গ তোলায় ডিজিএমও জানিয়ে দেন, ভারতীয় সেনাবাহিনী পেশাদার বাহিনী, তারা কোনওভাবেই সাধারণ মানুষের ক্ষতি করবে না।

পাক ডিজিএমও-র আবেদন মেনেই টেলিফোনে বার্তালাপের ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।