নয়াদিল্লি: রামজন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাল প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ।

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বিষয়টির দ্রুত তালিকাভুক্তি ও শুনানির জন্য উল্লেখ করেন। তিনি বলেন, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে প্রধান আবেদনগুলি হত সাত বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, সেগুলির দ্রুত শুনানি হওয়া প্রয়োজন।

তিনি এও বলেন, ওই জমিতে কোনওরকম বাধাবিপত্তি ছাড়াই পুজো করার অধিকার প্রয়োগ করতে চেয়ে আগেই একটি পৃথক পিটিশন পেশ করেছেন তিনি।
স্বামী জানান, তাঁকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত, তিনি দ্রুত মামলাগুলির নিষ্পত্তি চাইছেন।

প্রসঙ্গত, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি তিনটি অংশে বিভাজনের রায় দিয়েছিল। ২-১ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিন বিচারপতির সেই বেঞ্চ ওই জমি সমানভাবে বন্টন করে দিতে বলেছিল তিন পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহি আখরা ও 'রাম লালা'র মধ্যে।