শিশুধর্ষণে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড নিশ্চিত করব, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2018 03:59 PM (IST)
ভোপাল: ইদানিংকালে শিশু-ধর্ষণকাণ্ডের মতো ঘটনা মারাত্মক মাত্রায় বেড়ে গিয়েছে। ছ মাসের শিশু থেকে ১০ বছরের নাবালিকারা এখন যৌন নির্যাতনের সবচেয়ে বেশি শিকার। এধরনের ঘটনায় এবার লাগাম পরাতে বদ্ধপরিকর মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহ্বান জানিয়েছেন, নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর তাঁর সরকার। নাবালিকা ধর্ষণে লাগাম পরাতে আইন-শৃঙ্খলা ব্যবস্থাতেও প্রয়োজনীয় পরিবর্তন আনতে তৎপর মধ্যপ্রদেশ সরকার। প্রসঙ্গত, সম্প্রতিই মধ্যপ্রদেশের সাগর জেলায় ন বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে ৪০ বছরের এক ব্যক্তি। সেই অভিযুক্তকে গ্রেফতার করে ৪৬ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে মৃত্যুদণ্ডের আদেশ দেয় সাগরের জেলা ও দায়রা আদালত। এদিকে গত ২৬ জুন মন্দসুরে আট বছরের মেয়ের গণধর্ষণকাণ্ড এবং তারপর তাকে হত্যার চেষ্টা নাড়িয়ে দেয় গোটা দেশকে। এরপর থেকেই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ সরকার। মন্দসুরের ঘটনাতেও অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চার্জশিটও দাখিল হয়ে গিয়েছে।