মুম্বই: উদ্ধব ঠাকরের সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহের বৈঠকের কয়েক ঘন্টা আগে বড় শরিককে কটাক্ষ শিবসেনার। ২০১৯ এর সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখেই প্রায় নিয়ম করে সুর চড়ানো মহারাষ্ট্রের শরিককে বোঝাতেই উদ্ধবের সঙ্গে আজ বসছেন অমিত। কিন্তু দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে শিবসেনা বিজেপির জনসংযোগ কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলল, প্রধানমন্ত্রী দুনিয়া ঘুরছেন আর বিজেপি সভাপতি দেশ সফর করছেন তাঁদের সম্পর্ক কর্মসূচির আওতায়। শাহ এনডিএ শরিকদের সঙ্গে দেখা করবেন। কিন্তু বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক কী করতে চাইছেন উনি? বিজেপি যখন উপনির্বাচনে পরপর হারছে, সেসময় কেন তিনি সবার কাছে যাচ্ছেন? আগামী সব নির্বাচন তারা একাই লড়বে বলেও জানিয়ে দিয়েছে শিবসেনা। তারা এও বলেছে, শাহের শরিকদের দরজায় যাওয়ার মূলে আছে হয়তো ২০১৯ এর নির্বাচন, কিন্তু বিজেপি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশে বদলের হাওয়া উঠেছে। মহারাষ্ট্রেও জমানা বদল অনিবার্য। অমিত শাহ বিজেপির একার শক্তিতেই লোকসভায় ৩৫০ আসন জিততে চান। বলছেন, তারপর রামমন্দির হবে। ওনার জেদকে স্যালুট করতেই হয়। পেট্রল, ডিজেলের দামবৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে, চাষীরাও বিক্ষোভ দেখাচ্ছে সরকারের সঙ্গে তাদের যোগ বিচ্ছিন্ন হওয়ায়, এও বলেছে শিবসেনা। তারা এও বলেছে, মহারাষ্ট্রের পালঘর কেন্দ্রের উপনির্বাচনে মোদী, শাহের পোস্টার উধাও হয়ে গিয়েছিল, বিজেপিকে তাদের প্রয়াত সাংসদ এম পি চিন্তামন ওয়ানাগার ছবি ব্যবহার করতে হয়েছিল তাঁর পরিবারের আপত্তি সত্ত্বেও, কিন্তু ভোট জয়ের পরই মোদী, শাহের পোস্টার ফিরেছে। দেখা যাচ্ছে, কার সঙ্গে কখন সম্পর্ক করতে হবে আবার ভাঙতে হবে, সবটাই ঠিক হচ্ছে পাটিগণিতের বিচারে।