রায়পুর: গোহত্যাকারীদের ফাঁসিতে ঝোলাবেন বলে ঘোষণা করলেন ছত্তিশগড়ের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী রমন সিংহ। গোনিধন রুখতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতোই কঠোর পদক্ষেপ করবেন কিনা, সাংবাদিকরা জানতে চাইলে তাঁর সাফ কথা, ছত্তিশগড়ে গোহত্যা হয় কি? গত ১৫ বছরের বিজেপি শাসনে হয়নি বলেই আমার বিশ্বাস। হলেও যারা গো হত্যার সাহস দেখাবে, তাদের ফাঁসিতে ঝোলাব।
আগেই গরু, বাছুর, মহিষ হত্যা ও তাদের মাংস বাড়িতে রাখা, অন্য রাজ্যে হত্যার জন্য গরু, মহিষ, বাছুর পাঠানো-সবই নিষিদ্ধ করা হয়েছে ছত্তিশগড়ে। নিষেধাজ্ঞা ভাঙলে সাজা সাত বছরের জেল ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।
প্রসঙ্গত, গতকালই গুজরাত বিধানসভায় পশুরক্ষা বিলে সংশোধন করে গোহত্যায় যাবজ্জীবন কারাবাসের সাজার ব্যবস্থা করা হয়েছে। ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হবে গোহত্যায়।
গোহত্যা করলে ফাঁসিতে ঝোলানো হবে, ঘোষণা রমন সিংহের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Apr 2017 07:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -