ভোপাল: রাজস্ব সংক্রান্ত ফাইল ছাড়তে দেরি করলে সরকারি আধিকারিকদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। শনিবার বিজেপির একটি বৈঠকে এই বিতর্কিত মন্তব্যটি তিনি করেছেন বলে অভিযোগ।

এমনিতে শিবরাজ সিংহের ভাবমূর্তি যথেষ্ট ঘরোয়া। নিজের রাজ্যে তিনি অত্যন্ত জনপ্রিয়, রাজ্যের মেয়েদের কাছে ‘মামা’। এমনকী ব্যাপম দুর্নীতিও নাকি তাঁর ভাবমূর্তিতে বিশেষ ছিটে ফেলতে পারেনি। কিন্তু কেন তিনি আচমকা চটে উঠলেন তা পরিষ্কার নয়। শোনা যাচ্ছে, রাজস্ব সংক্রান্ত যে সব ফাইলে কোনওরকম বিতর্ক নেই, সেগুলি মাসাধিককাল ফেলে রাখা নিয়ে এই মন্তব্য করেছেন তিনি।

বুন্দেলখণ্ডের এক দলীয় নেতা নাকি প্রসঙ্গটি তোলেন। বলেন, রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, এ জন্য তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান। এরপরই চৌহান চটেমটে সরকারি অফিসারদের উল্টো করে ঝোলানোর হুমকি দেন বলে খবর।

এমন মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে কংগ্রেস। বিজেপি অবশ্য মুখ্যমন্ত্রী মন্তব্যটি আদৌ করেছেন কিনা সে নিয়েই মুখ খোলেনি। তবে বলেছে, মুখ্যমন্ত্রী কৃষকদের সমস্যা নিয়ে চিন্তিত। তাই অকারণে ফাইল ফেলে রাখার ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে তিনি কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।