আগামীকালই বাজারে আসছে ২০০ টাকার নোট, জানাল রিজার্ভ ব্যাঙ্ক
Web Desk, ABP Ananda | 23 Aug 2017 02:05 PM (IST)
নয়াদিল্লি:আগামীকাল থেকেই বাজারে আসছে ২০০ টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক আজ এ কথা জানিয়েছে। ২০০ টাকার নোটের উল্টো দিকে থাকছে সাঁচি স্তুপের ছবি।নোটের রঙ হবে উজ্জ্বল হলুদ । রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে বলেছে, ২৫ আগস্ট ,২০১৭-তে নতুন মহাত্মা গাঁধী সিরিজের ২০০ টাকার ব্যাঙ্ক নোট বাজারে ছাড়া হবে। নোটে স্বাক্ষর থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের। রিজার্ভ ব্যাঙ্কের কয়েকটি বাছাই শাখা ও কিছু ব্যাঙ্কের মাধ্যমে এই নোট ছাড়া হবে। এতে বাজারে কম অর্থমূল্যের নোটের বিপুল চাহিদা ও সরবরাহের ঘাটতির ফলে উদ্ভূত সমস্যা মিটতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রক গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় পরিচালক বোর্ডের সুপারিশক্রমে কেন্দ্রীয় সরকার ২০০ টাকা মূল্যের নতুন ব্যাঙ্ক নোট ছাপানোয় সবুজ সঙ্কেত দিয়েছে। বিভিন্ন ছাপাখানায় ২০০ টাকার নোট ছাপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত বছরের নভেম্বরে এক ঝটকায় আচমকা নরেন্দ্র মোদী সরকার কালো টাকা, জাল নোট ও সন্ত্রাসে নগদ অর্থের জোগান বন্ধ হবে বলে দাবি করে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নতুন ২০০০ টাকার নোট চালু করার পর দেশব্যাপী সমস্যায় পড়েছে মানুষ। বিশেষ করে ২০০০ টাকার নতুন নোটের জেরে সমস্যায় নতুন মাত্রা যোগ হয়েছে। এই প্রেক্ষাপটেই গত মার্চে রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনার মাধ্যমে বাজারে ২০০ টাকার নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে সরকারি ছাপাখানায় নতুন ২০০ টাকার নোটের নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। ৫০০, ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় বাজার থেকে রাতারাতি উধাও হয়ে যায় চালু ৮৫ শতাংশ নগদ অর্থ। গভীর সমস্যায় পড়ে আমজনতা। ইতিমধ্যে নতুন নিরাপত্তা সংক্রান্ত ৫০০ টাকার নোটের পাশাপাশি নতুন ফ্লুরোসেন্ট নীলের ৫০ টাকার নোটও ছেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ৫০ দিনের বিমুদ্রাকরণ পর্বের শেষে কালো টাকার মালিকদের স্বেচ্ছায় হিসাববহির্ভূত আয় ঘোষণার সুযোগ দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নামে চালু হওয়া সেই স্কিমে তেমন ভাল সাড়া মেলেনি। শুধু ৫০০০ কোটি টাকার হিসাব বহির্ভূত আয় প্রকাশ্যে এসেছে।