নয়াদিল্লি: এবারের বিধানসভা নির্বাচনে জিতে ফের ক্ষমতায় এলে ছত্তীসগঢ়ে মদ নিষিদ্ধ করে দেবেন বলে ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। তিনি জানিয়েছেন, ‘অনেক পরিবারেরই পুরুষরা নেশার জন্য রোজগারের সব টাকা খরচ করে। তাই মদ নিষিদ্ধ করা দরকার।’ একইসঙ্গে অবশ্য তিনি জানিয়েছেন, মদ্যপান আদিবাসীদের সংস্কৃতি হওয়ায় তাঁদের সেই অনুমতি দেওয়া হবে। পরবর্তীকালে অবশ্য আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতেও মদ নিষিদ্ধ করা হবে।

জনতা কংগ্রেস ছত্তীসগঢ়ের নেতা অজিত আদিবাসীদের মধ্যে বরাবরই বেশ জনপ্রিয়। আসন্ন বিধানসভা নির্বাচনেও তিনি ভাল ফল করার বিষয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, ৯০টি আসনেই প্রার্থী দেবে তাঁর দল। কৃষক ও মহিলাদের দুরবস্থা এবং বেকারত্বই এবারের নির্বাচনে প্রধান ইস্যু বলে জানিয়েছেন অজিত।