গুয়াহাটি: বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করলেন অসমে বিজেপি সরকারের শরিক অসম গণ পরিষদ (অগপ) সভাপতি ও অসমের কৃষিমন্ত্রী অতুল বোরা। তাঁর অভিমত, কেন্দ্র বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের এদেশের নাগরিকের স্বীকৃতি দিতে চাইলেও আমরা তা সমর্থন করি না, কেননা তা ১৯৮৫-র ঐতিহাসিক অসম চুক্তি লঙ্ঘন করছে। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব বেআইনি বিদেশি অনুপ্রবেশকারীকে অসম থেকে বের করে দিতে হবে, বলেছেন তিনি। বোরার অভিমত, অসমের সমাজ ধর্মনিরপেক্ষ।আমরা কখনই ধর্মীয় পরিচিতির মাপকাঠিতে অবৈধ বিদেশিদের ভাগাভাগি করতে দেব না। অসমের স্বার্থের ক্ষতি হলে প্রয়োজনে রাজ্যে মন্ত্রিপদ ছাড়তেও আমরা দ্বিধা করব না বলে জানিয়ে দেন তিনি। বলেন, অগপ সবসময়ই রাজ্যবাসীর দাবি, চাহিদার ব্যাপারে সংবেদনশীলতা দেখাবে। বোরা আরও বলেন, অসমে সর্বশেষ আপডেট হওয়া জাতীয় নাগরিক তথ্যপঞ্জিতে যাতে কোনও অবৈধ বিদেশির নাম না অন্তর্ভুক্ত হয়, তা সুনিশ্চিত করবে অগপ। সামনের বছর অসমে একইসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট হওয়ার জল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও সিদ্ধান্ত হওয়ার আগে তো আলোচনা করতে হবে।