নয়াদিল্লি: টিপু সুলতানকে অত্যাচারী শাসক হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে চার লক্ষ হিন্দু ও খ্রিস্টানকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ আনলেন দিল্লির বিজেপি-শিরোমণি অকালি দলের জোটের বিধায়ক মনজিন্দর সিংহ সিরসা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দিল্লি বিধানসভায় টিপুর ছবি রাখতে দেবেন না।

প্রজাতন্ত্র দিবসে দিল্লি বিধানসভায় ৭০ জন বিশিষ্ট ব্যক্তির ছবির আবরণ উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। টিপুর ছবি রাখা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি। আম আদমি পার্টির বিরুদ্ধে ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগ করে সিরসা বলেছেন, ‘পৃথ্বীরাজ চৌহান, বাবা জসসা সিংহ অহলুওয়ালিয়া হানাদারদের বিরুদ্ধে লড়াই করে দেশকে রক্ষা করেছিলেন। তাঁদের কথা কি ওরা ভুলে গিয়েছে? আমরা বিধানসভায় টিপু সুলতানের ছবি রাখতে দেব না।’

দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত দাবি করেছেন, ‘রাজ্য সরকার ছবিগুলি লাগানোর আগে আমার সঙ্গে আলোচনা করেনি। ২০১৫ সালে কর্ণাটকে টিপু সুলতান জয়ন্তী পালিত হওয়ার পর ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনার কথা মাথায় রেখে একই বিতর্কের পুনরাবৃত্তি না করাই উচিত ছিল। দিল্লি সরকারের এই অপকর্ম এড়িয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু দিল্লি সরকার এই বিতর্ক জিইয়ে রাখতে চায়।’