নয়াদিল্লি: সমকামী যৌনতা অপরাধ নয় বলে সুপ্রিম কোর্ট রায় দিলেও তা ভারতীয় সেনাবাহিনীতে কার্যকর হচ্ছে না বলে জানিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সমকামী সম্পর্কের মতো ব্যাপার সেনাবাহিনীতে নিষিদ্ধ, গ্রহণযোগ্য নয় বলে আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি। সেনায় এটা হতে দেব না আমরা, বলেন সেনাপ্রধান। যদিও একইসঙ্গে সেনাবাহিনী আইনের ঊর্ধ্বে নয় বলেও জানান তিনি।
গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ ঐতিহাসিক রায়ে সর্বসম্মতির ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৮ বছরের পুরানো ৩৭৭ ধারাকে একটি অংশ বাতিল করে যাতে সহমতের ভিত্তিতে হওয়া অস্বাভাবিক যৌনতাকে অপরাধ বলে দেখা হত। ওই অংশ সমতার অধিকারের পরিপন্থী বলে জানায় বেঞ্চ।
পাশাপাশি ব্যাভিচার সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় নিয়েও সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীতে এর অনুপ্রবেশ ঘটতে দিতে পারি না আমরা। গত বছর উপনিবেশ জমানার ব্যাভিচার-বিরোধী আইন অসাংবিধানিক বলে রায় দিয়ে খারিজ করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলে, এই আইন মহিলাদের ব্যক্তিত্ব খর্ব করে, তাদের ‘স্বামীর সম্পত্তি’ বলে দেখে। কিন্তু সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পরিবার, রক্ষণশীল সংস্থা। আমরা এটা সেনায় ঢুকতে দিতে পারি না। সীমান্ত পাহারায় ব্যস্ত সেনা ও অফিসাররা পরিবার, সংসার নিয়ে উদ্বেগে থাকবেন, এটা হতে দেওয়া যায় না বলে জানান তিনি।