লখনউ: শপথ নেওয়ার আগের দিন বিজেপি সভাপতি অমিত শাহ তাঁকে মুখ্যমন্ত্রী হওয়ার কথা জানিয়েছিলেন। তিনি ফকির ছিলেন। কিন্তু এখন মানুষ তাঁকে গোটা রাজ্য দিয়েছেন। রাজ্যের ২২ কোটি মানুষের স্বার্থে বড় সিদ্ধান্ত নিতে কোনওরকম দ্বিধা করবেন না। আজ এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ যোগ মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আদিত্যনাথ বলেছেন, ‘অমিত শাহ আমাকে বলেন, পরের দিনই উত্তরপ্রদেশ সরকারের শপথগ্রহণ। আমার কাছে মাত্র দুটো পোশাক ছিল। কিন্তু আমি যদি না বলতাম, তাহলে মনে হত পালিয়ে যাচ্ছি। তাই লখনউয়ে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে যাই।’

পাঁচবারের সাংসদ এবং গোরক্ষনাথ মঠের প্রধান পুরোহিত আদিত্যনাথ আরও বলেছেন, ‘প্রয়োজন হলে রাজ্যের ২২ কোটি মানুষের স্বার্থ বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না।’ নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন আদিত্যনাথ।