গমের উৎপাদন হ্রাসের আশঙ্কা কৃষিমন্ত্রকের, প্রধানমন্ত্রীর জবাব চেয়ে রাহুলের হুঁশিয়ারি, কৃষকদের উপেক্ষা সহ্য করব না
Web Desk, ABP Ananda | 03 Jan 2019 06:21 PM (IST)
নয়াদিল্লি: রাফাল ইস্যুতে লাগাতার আক্রমণের পাশাপাশি শাসক শিবিরকে কোণঠাসা করতে এবার কৃষিমন্ত্রকের বিবৃতিকে হাতিয়ার করলেন রাহুল গাঁধী। কৃষিমন্ত্রক সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছে, পরিকল্পনামাফিক, সময়মতো কার্যকর পদক্ষেপ করা না হলে ২০৫০ সালের মধ্যে গমের উৎপাদন ২৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। সেই প্রসঙ্গ টেনে কংগ্রেস সভাপতির কটাক্ষ, অত্যন্ত বুদ্ধিমান প্রধানমন্ত্রী বলেছিলেন আবহাওয়ার পরিবর্তন হয়নি। আমরাই নাকি পাল্টে গিয়েছি, এবার তাঁকে বুঝতে হবে যে, তিনি স্বীকার করুন বা না-ই করুন, সত্যিটা পাল্টাচ্ছে না। কৃষকদের প্রতি কোনও উপেক্ষা তিনি মেনে নেবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাহুল। ফেসবুকে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীকে জানাতে হবে তিনি কী পদক্ষেপ নিচ্ছেন। কৃষকদের উপেক্ষা করা হলে সহ্য করব না।