নয়াদিল্লি: অমিত শাহের ছেলে জয় শাহের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপিকে নিশানা রাহুল গাঁধীর।

বিজেপি সভাপতির ছেলে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছেন 'দি ওয়্যার' নিউজ পোর্টালের বিরুদ্ধে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আমদাবাদের এক আদালত অন্তর্বর্তী ইনজাংশন জারি করে জানিয়েছে, পোর্টালটি জয় শাহের কোম্পানি সম্পর্কে কোনও লেখালেখি বা রিপোর্ট প্রকাশ করতে পারবে না।

কংগ্রেস সহ সভাপতি আজ আমদাবাদ আদালতের ওই নির্দেশের প্রতি ইঙ্গিত করে হিন্দিতে প্রচ্ছন্ন কটাক্ষ করেন, মিত্র, শাহ-জাদাকে নিয়ে কিছু বলব না, কাউকে বলতেও দেব না! তিনি সংবাদপত্রের রিপোর্টও ট্য়াগ করেন যার শিরোনাম, 'আমদাবাদ কোর্টের ইনজাংশন-দি ওয়্যারকে জয় শাহের ওপর লেখালেখিতে নিষেধ।'

প্রধানমন্ত্রীই তাঁর টার্গেট বলে মনে করা হচ্ছে।




'দি ওয়্যার' সম্প্রতি এক রিপোর্টে দাবি করে, বিজেপি ২০১৪ সালে কেন্দ্রে সরকার গড়ার পর বিপুল ব্যবসা বেড়েছে জয়ের মালিকানাধীন একটি কোম্পানির, কয়েক গুণ বেড়েছে তার টার্নওভার।

পাল্টা মানহানির মামলা করেন জয়। গত সোমবার আমদাবাদের আদালত জানায়, পরবর্তী শুনানি ও বিষয়টির নিষ্পত্তি হওয়া পর্যন্ত জয়ের কোম্পানি নিয়ে প্রকাশিত প্রতিবেদন সংক্রান্ত কোনও রিপোর্ট তারা সম্প্রচার করতে পারবে না।

রিপোর্টটি বেরনোর পর কংগ্রেস বিজেপি সভাপতি পদ থেকে অমিত শাহের অপসারণ চায়, জয়ের ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ২ সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনেরও দাবি করে।
কেন জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে মোদী 'নীরব', বারবার সেই প্রশ্ন তুলেছেন রাহুল।




আগেও তিনি মানহানির মামলায় জয়কে আইনি সহায়তা দেওয়ার অভিযোগে বিজেপি, কেন্দ্রের সরকারের কটাক্ষ করে ট্যুইট করেন। প্রসঙ্গত, জয়ের মানহানি মামলায় তাঁর হয়ে আদালতে লড়বেন কেন্দ্রের শীর্ষ আইনি অফিসার অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা।