মোদি যেদিন রাজনীতি থেকে অবসর নেবেন, সেদিন সরে যাবেন তিনিও, জানালেন স্মৃতি
Web Desk, ABP Ananda | 04 Feb 2019 02:05 PM (IST)
পুণে: যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতি থেকে অবসর নেবেন, তিনিও সেদিন রাজনীতি থেকে সরে যাবেন বলে জানালেন স্মৃতি ইরানি। তবে মোদি আরও ‘অনেক বছর’ রাজনীতিতে থাকবেন বলে অভিমত জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। রবিবার এখানে এক অনুষ্ঠানে কেউ তাঁকে প্রশ্ন করেন, কবে তিনি কবে ‘প্রধান সেবক’ হচ্ছেন। প্রসঙ্গত, মোদি নিজেকে প্রধানমন্ত্রী বলে বোঝাতে প্রায়ই ‘প্রধান সেবক’ শব্দবন্ধ ব্যবহার করেন। স্মৃতি বলেন, কখনই নয়। আমি রাজনীতিতে এসেছি ক্যারিশ্মাধারী নেতাদের অধীনে কাজ করব বলে। আমি সৌভাগ্যবান, প্রয়াত অটলবিহারী বাজপেয়ির নেতৃত্বে কাজ করেছি, এখন করছি মোদিজির নেতৃত্বে। যেদিন প্রধান সেবক নরেন্দ্র মোদি অবসরের সিদ্ধান্ত নেবেন, আমিও রাজনীতি ছাড়ব। আমার জীবনের কতটা দেশ, সমাজের জন্য দেব, সেটা আমিই ঠিক করব। স্বাধীন দেশে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারলে সেই স্বাধীনতার কী মূল্য আছে? তিনি মোদি বাদে আর কোনও নেতার আওতায় কি কাজ করতে চান না, প্রশ্ন করা হলে স্মৃতি বলেন, এখন কি রাজনাথ সিংহজি, নিতিন গডকরীজির মতো নেতাদের সঙ্গে কাজ করছি না? গত ১৮ বছরে সংগঠনে অনেক নেতার সঙ্গেই কাজ করেছি। বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর মতো নেতার অধীনে কাজ করার সুযোগও পেয়েছি। আপনারা হয়তো ভাবছেন মোদিজি বেশিদিন রাজনীতিতে থাকবেন না, কিন্তু শুনে নিন, উনি আরও বহু বছর থাকবেন। অমেঠি কেন্দ্রে ২০১৪-য় রাহুল গাঁধীর কাছে হেরে গিয়েছিলেন স্মৃতি। আবার তিনি সেখান থেকে রাহুলের বিরুদ্ধে দাঁড়াতে চান কিনা, জানতে চাওয়া হলে দল ও দলীয় সভাপতি অমিত শাহই সিদ্ধান্ত নেবেন বলে জানান স্মৃতি। বলেন, ২০১৪-য় ভোটে লড়ার সময় সবাই বলেছিল, কে স্মৃতি। ২০১৯-য় ওরা জানে, আমি কে।