নয়াদিল্লি: এর আগেও করেছেন, এবারও সংসদের সদ্য শেষ হওয়া অধিবেশনে মোট যত সময় হট্টগোল-হাঙ্গামায় নষ্ট হয়েছে, সেই সময়টুকুর বেতন, দৈনিক ভাতা ফেরত দেবেন সাংসদ বৈজয়ন্ত জয় পন্ডা।


বিজু জনতা দলের (বিজেডি) এই এমপি-র বক্তব্য, সংসদ ভেস্তে যাওয়ার ফলে দেশের প্রচুর টাকা নষ্ট হচ্ছে। তাই এটা আমার দিক থেকে একটা প্রতীকী প্রয়াস। সাংসদ হিসাবে আমরা যাবতীয় সুবিধা ভোগ করি, কিন্তু যে দায়িত্ব পালন করার কথা, সেটা করি না। এজন্য বিবেকের দংশন অনুভব করি। আমি বহু বছর ধরেই সংসদের প্রত্যেক অধিবেশনের শেষে হাঙ্গামা, শোরগোলে নষ্ট হওয়া সময় হিসাব করে সেই অনুযায়ী নিজের বেতন, দৈনিক ভাতার অংশ ফেরত দিই।


যদিও তিনি যে অংশ ফেরত দিচ্ছেন, তা নষ্ট হওয়া বিপুল অর্থের তুলনায় কিছুই নয়, স্বীকার  করেছেন পন্ডা। তিনি নিজে কখনও সংসদে হাঙ্গামা করেননি বলে দাবি করে পন্ডা বলেছেন, গত ১৬ বছরে একবারও সংসদ ভন্ডুল করায় সামিল হইনি। আমার বিবেকই করতে দেয়নি।