গলা কেটে নেব! দুর্নীতিগ্রস্ত সরকারি অফিসারদের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর
Web Desk, ABP Ananda | 29 Jan 2018 05:05 PM (IST)
আরাহ (বিহার): দুর্নীতিগ্রস্ত সরকারি অফিসারদের গলা কেটে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আর কে সিংহ। নিজের সংসদীয় কেন্দ্রে আয়োজিত এক বিশেষ গ্রামোন্নয়ন প্রচার কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় এই বিজেপি নেতা বলেন, গ্রামে উন্নয়নমূলক কাজের বরাত বিলির প্রক্রিয়ায় স্বচ্ছতা চাই। স্বচ্ছতা বজায় রেখেই উন্নয়ন করতে হবে। শুধু সেই স্কিমগুলিই অনুমোদন পাবে যেগুলিতে সবার উপকার হবে। স্বচ্ছতা রাখতে হবে বরাত ও নির্মাণ প্রক্রিয়ায়। যে প্রকল্পের কাজই চলুক, তাতে আমার নাম থাকবে। সুতরাং কোথাও কোনও অনিয়ম হয়ে থাকলে আমি সেজন্য যিনি দোষী, তাঁর গলা কাটব, তাঁর বিরুদ্ধে মামলা রুজু হবে, তিনি জেলে যাবেন। সেখানে হাজির ছিলেন এনটিপিস ও বিভিন্ন সরকারি দপ্তরের আমলা, কর্তারা। তাঁদের সামনেই এই হুঁশিয়ারি দেন মন্ত্রী।