নয়াদিল্লি:ভারতীয় ধর্মযাজক ফাদার টম উঝুন্নালিলকে সন্ত্রাসবাদীদের কবলমুক্ত করার জন্য সব ধরনের চেষ্টা করা হবে বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। উল্লেখ্য, কেরালার এই ধর্মযাজককে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে জঙ্গি গোষ্ঠী আইএস নয় মাস আগে অপহরণ করেছে। কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে ফাদার টমকে তাঁকে উদ্ধারের জন্য সরকারের কাছে আর্জি জানাতে দেখা যাচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে স্বরাজ জানিয়েছেন, ফাদার টমকে মুক্ত করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে এবং এক্ষেত্রে চেষ্টায় কোনও ত্রুটি করা হবে না। তিনি বলেছেন, যেভাবে আফগানিস্তানে অপহৃত জুডিথ ডিসুজা ও ফাদার আলেক্স প্রেম কুমারকে মুক্ত করা হয়েছিল সেভাবেই ফাদার টমকেও উদ্ধারের চেষ্টা চলছে।

বন্দর শহর এডেনে গত মার্চে মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটিজ পরিচালিত একটি কেয়ার হোমে হামলা চালায় আইএস জঙ্গিরা। ওই সময় থেকেই নিখোঁজ হয়ে যান ফাদার টম।

বিদেশমন্ত্রী বলেছেন, তিনি ফাদার টমের ভিডিওটি দেখেছেন। তিনি একজন ভারতীয় এবং যেকোনও ভারতীয়রই মূল্যবান জীবন রক্ষায় সচেষ্টা সরকার।

ভিডিওতে ফাদার টমকে ভারত সরকার ও পোপ ফ্রান্সিসের কাছে তাঁকে সাহায্যের আর্জি জানিয়েছেন। তবে ভিডিওর সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে ফাদার টমকে বলতে শোনা গিয়েছে, ‘আমি ইউরোপীয় ধর্মযাজক হলে আমার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হত। যেহেতু আমি ভারতীয়, সেহেতু আমাকে সম্ভবত খুব একটা মূল্য দেওয়া হচ্ছে না’।