নয়াদিল্লি: খোরপোশের সংস্থান কেন্দ্র অন্তর্ভুক্ত করলে তাৎক্ষণিক তিন তালাক রোধ বিলকে সমর্থন করবে দল। এমনটাই জানালেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস প্রধান সুস্মিতা দেব।


তাঁর অভিযোগ, মুসলিম মহিলাদের জন্য একটা নখদন্তহীন বিল পাশ করাতে চাইছে বিজেপি সরকার। তিনি বলেন, আমরা তাৎক্ষণিক তিন তালাক রোধ বিলের বিরুদ্ধে নই। কিন্তুস, বর্তমানে বিলে যা রয়েছে, তাতে মুসলিম মহিলাদের স্বার্থরক্ষা হচ্ছে না। সেখানে মহিলাদের জন্য খোরপোষের সংস্থান থাকা উচিত।


সুস্মিতা যোগ করেন, খোরপোষের বিষয়টিকে অন্তর্ভুক্ত করার জন্য বিলের সংশোধন চেয়ে তিনি লোকসভায় প্রস্তাব পে করলেও, তা পাশ হয়নি। তাঁর দাবি, সংশোধনী পাশ করানো হলে, তাঁর দল এই বিলকে সমর্থন জানাবে।


সুস্মিতার মতে, এই বিলের প্রধান লক্ষ্য হল, মুসলিম মহিলাদের ন্যায্য বিচার দেওয়া এবং তাৎক্ষণিক তিন তালাক প্রথার অবসান ঘটানো। তাঁর প্রশ্ন, যদি স্বামীরা জেলে চলে যায়, তাহলে স্ত্রীরা কীভাবে জীবিকা অর্জন করবেন? তাঁর মতে, এই বিষয়টিও ভাবা উচিত কেন্দ্রের।


প্রসঙ্গত, তাৎক্ষণিক তিন তালাক রোধ বিল লোকসভায় পাশ হলেও, এখনও তা রাজ্যসভায় আটকে রয়েছে। লোকসভায় এনডিএ সংখ্যাগরিষ্ঠ, অন্যদিকে রাজ্যসভায় বিরোধীরা। গত সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সংসদের চলতি বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে অনুরোধ করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।


পরের দিনই, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ পাল্টা চিঠি দিয়ে কংগ্রেসকে জানায়, মহিলা মহিলা সংরক্ষণ বিলের সঙ্গেই তাৎক্ষণিক তিন তালাক ও নিকাহ হালালা বিল পাশ করাতে কংগ্রেসের উচিত সরকারের পাশে থাকা।