নয়াদিল্লি:  নির্দেশ পেলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে  উপযুক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। দেশের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এই মন্তব্য করেছেন।

এ প্রসঙ্গে তিনি সংসদে গৃহীত প্রস্তাবের প্রসঙ্গ উল্লেখ করেছেন। ওই প্রস্তাবে বলা হয়েছে, সমগ্র জম্মু ও কাশ্মীর অঞ্চল ভারতের অঙ্গ। দিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘সংসদীয় প্রস্তাবে বলা হয়েছে যে, সমগ্র জম্মু ও কাশ্মীর অঞ্চল ভারতের অঙ্গ। তিনি বলেছেন, সংসদ চাইলে পাক অধিকৃত কাশ্মীর আমাদের হওয়া উচিত।  এ ব্যাপারে আদেশ পেলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব'।



গত ৩০ ডিসেম্বর দেশের ২৮ তম সেনা প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল নারাভানে। জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। জেনারেল রাওয়াত ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ নিযুক্ত হয়েছে।