নয়াদিল্লি: আধার তথ্য হ্যাক করতে মহাবিশ্বের বয়সের অর্থ্যাৎ ১,৩০০ কোটি বছরের সুপার কম্পিউটার লাগবে। সুপ্রিম কোর্টে এমনই দাবি করলেন আধার প্রস্তুতকারী সংস্থা ইউআইডিএআই-এর প্রধান অজয় ভূষণ পাণ্ডে। তিনি পাঁচ বিচারপতির সামনে ৮০ মিনিটের প্রেজেন্টেশন দিয়ে বলেছেন, আধার তথ্য একবার সেন্ট্রাল ডেটাবেসে পৌঁছনোর পর সেটি জাতীয় স্বার্থ ছাড়া কাউকে দেওয়া যায় না। এই তথ্য ২০৪৮ এনক্রিপশন কি দ্বারা সুরক্ষিত।

একাধিকবার আধার তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। তবে ইউআইডিএআই এই অভিযোগ অস্বীকার করেছে। এক দিনে চার লক্ষ আধার কার্ড যাচাই করার অনুরোধ এসেছে। এ বছরের ১ জুলাই থেকে আধার যাচাই করার ক্ষেত্রে মুখের ছবিও নেওয়া হবে।

আধার তথ্যের সুরক্ষা নিয়ে কোনও মন্তব্য না করলেও, আধার না থাকার জন্য নাগরিকদের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ইউআইডিএআই প্রধানকে বিচারপতি এ কে সিক্রি প্রশ্ন করেন, ‘কিছুদিন আগে ঝাড়খণ্ডে এক মহিলার আধার তথ্য না মেলায় তাঁকে রেশন দেওয়া হয়নি। খাবার না পেয়ে তাঁর মৃত্যু হয়। অথচ নথিতে দেখানো হয়, ওই মহিলাকে রেশন দেওয়া হয়েছে। আপনারা কীভাবে এই বিষয়গুলির মোকাবিলা করেন?’ জবাবে অজয় বলেন, ‘আমরা জানতে পেরেছি, ওই গ্রামের রেশন দোকানের মালিক শুধু ওই মহিলাকেই না, আরও কয়েকজনকে আধার তথ্য না মেলার কথা বলে রেশন দেননি। অথচ আধার তথ্য মিলেছিল। আধারের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায় না।’