পাকিস্তানের প্রথম সারির দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন-এ খবর বেরিয়েছে যে, হাঙ্গুর শিখ লোকজন স্থানীয় ডেপুটি কমিশনার শাহিদ মেহমুদের কাছে উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার তহসিল তাল ইয়াকুব খান শিখদের ইসলামে ধর্মান্তরিত হতে চাপ দিচ্ছেন। পাকিস্তানের নানা জায়গা মিলিয়ে প্রায় ৬ হাজার শিখ বসবাস করছেন। শিখ সম্প্রদায়ের বক্তব্য, তাঁরা দীর্ঘদিন ধরে শান্তিতে রয়েছেন। কেউ ধর্মীয় ব্যাপারে তাঁদের বিরক্ত করেনি এতদিন। মুসলিমদের সঙ্গে তাঁদের ভাল সম্পর্ক। কেউ তাঁদের ধর্ম বদলাতে চাপ দেয়নি এর আগে। খবরটি ছড়িয়ে পড়ায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ সুষমার দৃষ্টি আকর্ষণ করেন। জোর করে শিখ 'ধর্মান্তকরণ': পাক প্রশাসনের সর্বোচ্চ স্তরে দরবার করা হবে, ট্যুইট সুষমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Dec 2017 09:26 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় শিখ সম্প্রদায়ের জোর করে ধর্মান্তকরণের খবরে কড়া প্রতিক্রিয়া সুষমা স্বরাজের। বিদেশমন্ত্রী ট্যুইট করেছেন, পাক প্রশাসনের সর্বোচ্চ স্তরে এ নিয়ে দরবার করা হবে। ট্যুইটে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনকে ট্যাগ করেন তিনি।