শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা অতিথি-অভ্যাগত, মিডিয়ার লোকজনের সামনে মায়ের এমন শাসন কিছুটা অস্বস্তিতে ফেলে দেয় মহাদেওকে। মাথা নীচু করে থাকেন। তবে নিজেই সামলে নিয়ে পরে জানান, তিনি সমাজের যে গরিব, পিছিয়ে থাকা অংশ থেকে উঠে এসেছেন, তাদের কথা সবসময় মাথায় রাখবেন, তাদের জন্য কাজ করবেন।
১৯৬৮ সালে মহারাষ্ট্রের সাতারা জেলার ওয়াধে গ্রামে জন্ম মহাদেওর। ২২ বছর বয়সে একটি শপথ নিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পাশ করা মহাদেও----আমি চিরকুমার থাকব। জীবদ্দশায় নিজের আখের গোছাতে কিছু করব না। মেষপালক, দেশের পিছিয়ে পড়া মানুষজনকে রাজনীতি সচেতন করে তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাব। সেই শপথ এখনও পালন করেই চলেছেন। এখন দেখার, মা-য়ের নির্দেশ পালনে কী করেন তিনি।