মুম্বই: মন্ত্রী হয়েছেন বটে, কিন্তু মায়ের কাছে তিনি সেই ছোটটিই রয়ে গিয়েছেন। অন্তত সেটাই মনে করেন তাঁর ৯১ বছর বয়সি মা। তাই মহারাষ্ট্রে দেবেন্দ্র ফঢ়নবীশ সরকারে সদ্য ক্যাবিনেট মন্ত্রী হিসাবে গত শুক্রবার শপথ নেওয়া রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপি) সভাপতি মহাদেও জঙ্করের মায়ের হাত থেকে নিস্তার পাওয়ার জো নেই। ছেলের মন্ত্রী হওয়ায় আপ্লুত গুনাবাই জঙ্কর। ৪৯ বছর বয়সি ছেলেকে দু হাত ভরে আশীর্বাদ করেছেন তিনি। কিন্তু সেইসঙ্গে তাঁকে সতর্কও করে দিয়েছেন এই বলে যে, ভাল কাজ করতে না পারলে কিন্তু কান মুলে দেব!


শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা অতিথি-অভ্যাগত, মিডিয়ার লোকজনের সামনে মায়ের এমন শাসন কিছুটা অস্বস্তিতে ফেলে দেয় মহাদেওকে। মাথা নীচু করে থাকেন। তবে নিজেই সামলে নিয়ে পরে জানান, তিনি সমাজের যে গরিব, পিছিয়ে থাকা অংশ থেকে উঠে এসেছেন, তাদের কথা সবসময় মাথায় রাখবেন, তাদের জন্য কাজ করবেন।

১৯৬৮ সালে মহারাষ্ট্রের সাতারা জেলার ওয়াধে গ্রামে জন্ম মহাদেওর। ২২ বছর বয়সে একটি শপথ নিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পাশ করা মহাদেও----আমি চিরকুমার থাকব। জীবদ্দশায় নিজের আখের গোছাতে কিছু করব না। মেষপালক, দেশের পিছিয়ে পড়া  মানুষজনকে রাজনীতি সচেতন করে তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাব। সেই শপথ এখনও পালন করেই চলেছেন। এখন দেখার, মা-য়ের নির্দেশ পালনে কী করেন তিনি।