নয়াদিল্লি: ভুয়ো খবর ছড়িয়ে পড়া ঠেকাতে নয়া উদ্যোগ নিল বিশ্বের সবচেয়ে বড় মেসেঞ্জার অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠাতে পারবেন শুধু অ্যাডমিনরাই। গ্রুপের অন্যান্য সদস্যরা সেই মেসেজ পড়তে পারলেও, জবাব দিতে পারবেন না। গত মাস থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেমন আসল খবর ছড়িয়ে পড়ে, তেমনই ভুয়ো খবরেরও কমতি নেই। এ বছরের মে মাসে কলম্বিয়া জার্নালিজম রিভিউয়ের রিপোর্টে বলা হয়েছে, ফেসবুকের চেয়েও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশি ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। এর ফলে সমাজে হিংসা ও অস্থিরতা তৈরি হচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে বেশ কয়েকজনকে পিটিয়ে মারা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচন চলাকালীনও হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এর ফলে উত্তেজনা তৈরি হয়। এর জেরেই হোয়াটসঅ্যাপের এই নয়া ব্যবস্থা।
ফেসবুক বা গুগলে যেমন ভুয়ো খবরের উপর নজরদারির ব্যবস্থা আছে, হোয়াটসঅ্যাপে তেমন কিছু নেই। যে মেসেজগুলি পাঠানো হয়। সেগুলির উপর নজর রাখারও ব্যবস্থা নেই। সেই কারণেই গ্রুপগুলিতে যাতে কেউ ভুয়ো খবর পোস্ট করতে না পারে, তার জন্য শুধু অ্যাডমিনদেরই মেসেজ পাঠানো বা পোস্ট করার ক্ষমতা দেওয়া হচ্ছে। গ্রুপ সেটিংস অপশনে গিয়ে সেন্ড মেসেজের জায়গাটিতে অনলি অ্যাডমিনস করে নিলেই অন্য কেউ মেসেজ পাঠাতে পারবেন না।
তবে বিশেষজ্ঞদের মতে, এই নয়া ব্যবস্থার ফলে আসল খবরের ব্যাপ্তি বাড়লেও, ভুয়ো খবর আটকানো কঠিন। কারণ, একটি গ্রুপে একই সময়ে ২৫৬ জনের বেশি সদস্য রাখা যায় না। তাই কোনও সংস্থা বা সংবাদমাধ্যমকে বহু মানুষের কাছে পৌঁছনোর জন্য অনেকগুলি গ্রুপ তৈরি করতে হবে, যা বাস্তবোচিত নয়। ফলে সমস্যা রয়েই যাবে।
গ্রুপে মেসেজ পাঠাতে পারবেন শুধু অ্যাডমিনরা, ভুয়ো খবর ঠেকাতে উদ্যোগ হোয়াটসঅ্যাপের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2018 04:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -