রাঁচি: বসুন্ধরা রাজের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ হওয়ায় পিছু হটলেন শারদ যাদব। প্রাক্তন জেডি (ইউ) নেতা লোকতান্ত্রিক জনতা দলের সমর্থনে রাজস্থানের আলোয়ারে গত বুধবারের নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, উনি মোটা হয়ে গিয়েছেন, ওনাকে এবার বিশ্রাম দেওয়া উচিত ভোটারদের! এই মন্তব্যে নিন্দার ঝড় উঠলেও প্রথমে তাকে লঘু করে দেখানোর চেষ্টায় শারদ বলেন, তিনি মজা করেছেন, রাজেকে আঘাত করার কোনও অভিপ্রায় ওই মন্তব্যে ছিল না, তা মোটেই অবজ্ঞাসূচকও নয়। কিন্তু খোদ বিজেপি নেত্রী বসুন্ধরাই তীব্র ক্ষোভ প্রকাশ করেন, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে ওই ‘অপমানজনক’ মন্তব্যের জন্য শারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বলেন, আমি অপমানিত বোধ করছি। এটা সব মহিলার প্রতি অসম্মান। তিনি শারদের মতো একজন পরিণত নেতার কাছে এটা প্রত্যাশা করেননি, তিনি ‘সম্পূর্ণ হতবাক’ বলেও জানান বসুন্ধরা। বলেন, ভবিষ্যতে যাতে কেউ এর পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকেন, সেজন্য দৃষ্টান্ত স্থাপন করুক কমিশন।
পাশাপাশি বৃন্দা কারাতের মতো সিপিএম নেত্রীও নিন্দা করে বলেন, একজন মহিলা নেত্রী সম্পর্কে, যিনি আবার মুখ্যমন্ত্রীও, শারদ যাদবের মতো সিনিয়র নেতার এ ধরনের কুরুচিকর মন্তব্য খুবই আপত্তিজনক। ওনার মন্তব্যটি প্রত্যাহার করে ক্ষমা চাওয়া উচিত।
শেষ পর্যন্ত চাপে পড়ে শারদ বলেন, রাজের মন্তব্য নজরে পড়েছে। আমাদের সম্পর্ক বহু পুরানো। আমার মন্তব্য তাঁকে আঘাত করেছে বলে যদি ওনার মনে হয়, তবে সেজন্য দুঃখ প্রকাশ করছি। ওনাকে চিঠিও পাঠাব।