৫০০ কোটি চাই বিটকয়েনে, না দিলে বায়ো হামলা কর্মীদের ওপর, ফের হুমকি মেল উইপ্রো-কে
Web Desk, ABP Ananda | 02 Jun 2017 03:33 PM (IST)
বেঙ্গালুরু: হুমকি মেল উইপ্রো-কে। আবার। দেশের শীর্ষ তথ্য ও প্রযুক্তি সংস্থাটি ফের হুমকি দিয়ে তাদের ই মেল পাঠানো হয়েছে বলে জানাল। তবে তাদের দৈনন্দিন কাজকর্মে হুমকির ফলে কোনও প্রভাব পড়েনি বলে সংস্থার তরফে জানানো হয়েছে এক বিবৃতিতে। অবশ্য হুমকি যখন এসেছে, তাকে গুরুত্ব দিয়ে উইপ্রোর যেখানে যেখানে অফিস আছে, সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, তা উইপ্রো জানায়নি। এদিকে বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার হেমন্ত নিম্বলকর জানিয়েছেন, দ্বিতীয়বার অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি ই মেল পাঠিয়ে উইপ্রোর কাছে বিটকয়েনে ৫০০ কোটি চেয়েছে, হুমকি দিয়েছে, না দিলে বায়ো (জৈব) হামলা চালানো হবে কর্মীদের ওপর। গত মাসেও এমনই হুমকি মেল পাওয়ার কথা জানিয়েছিল উইপ্রো। বাড়ানো হয়েছিল সংস্থার সব অফিসের সুরক্ষা ব্যবস্থা।