নয়াদিল্লি: ২০১৪ সালের পর থেকে দেশ পিছনের দিকে যাচ্ছে, অমর্ত্য সেনের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি চাইব অধ্যাপক অমর্ত্য সেন ভারতে কিছুটা সময় কাটিয়ে বাস্তব পরিস্থিতি দেখুন। এই ধরনের মন্তব্য করার আগে গত চার বছরে মোদী সরকার কী কাজ করেছে সেটা তিনি খতিয়ে দেখুন।’
এ মাসের সাত তারিখ একটি অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য বলেন, ‘২০১৪ সালের পর থেকে দেশ ভুল দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। দ্রুততম বেড়ে চলা অর্থনীতিতে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা এখন সবচেয়ে খারাপের দিক থেকে দ্বিতীয়। পাকিস্তান আমাদের সবচেয়ে খারাপ হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে।’
অমর্ত্যর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বলেছেন, ‘আমি অমর্ত্য সেনকে চ্যালেঞ্জ জানাচ্ছি, অন্য একটি সময়ের চার বছর দেখান যখন ভারতীয় অর্থনীতিকে পরিচ্ছন্ন, ব্যাপক ও যত্নশীল করে তোলার জন্য কাজ হয়েছে। যদি এই বিষয়গুলি তাঁর কাছে স্পষ্ট না হয়, তাহলে আমার মনে হয় তাঁর ভারতে কিছুটা সময় কাটানো উচিত।’
অমর্ত্য সেন দেশে থেকে দেখুন কী সংস্কার হচ্ছে, মন্তব্য নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jul 2018 03:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -